থাইল্যান্ডে শুরু হয়েছে অগ্নি-২ এর শুটিং। সেখানে শুটিংয়ের পাশাপাশি সেলফি তুলতে ব্যস্ত অভিনয় শিল্পীরা। তেমনই একটি সেলফিতে পোচ দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান, অভিনেত্রী মাহিয়া মাহি এবং বলিউডের জনপ্র্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থি।
ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটির শুটিং হবে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/নাবিল/মাহবুব