অনেকদিন ধরেই বিরতিতে ছিলেন মডেল-অভিনেত্রী আলিশা। নতুন খবর হলো, বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী মে মাসে তার নতুন ছবি 'অন্তরঙ্গ' পর্দায় আসতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত 'অন্তরঙ্গ' ছবিতে আলিশার পাশাপাশি অভিনয় করেছেন ইমন, অমিত হাসান, দিতি, অরুণা বিশ্বাস প্রমুখ।
আলিশা বলেন, 'ব্যক্তিগত নানা কারণে ও ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত ছিলাম। ‘অন্তরঙ্গ’ ছবির সম্পাদনা ও ডাবিং সম্পন্ন হয়েছে। ১০ এপ্রিল এটি সেন্সরে জমা পড়বে। মে মাসেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আশা করছি।'
কার্নিভাল মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ‘অন্তরঙ্গ’ ছবির আবহসংগীতের কাজ করবেন ইমন সাহা।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৫/ এস আহমেদ