তুখোড় অভিনেতা হিসেবে আজাদ আবুল কালামের সুনাম রয়েছে। ২০ বছর ধরে ছোট পর্দায় কাজ করছেন তিনি। অসংখ্য জনপ্রিয় নাটকের অভিনেতা তিনি। লেখালেখিও করছেন। আর মঞ্চে অভিনয়-নির্দেশনা তো রয়েছেন। এবার আজাদ আবুল কালামের পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন উপাধি। পরিচালক। টিভি নাটক নির্মাণে হাত দিয়েছেন। এরই মাঝে শুটিংও শুরু হয়েছে। নাটকের শিরোনাম 'অসুখের নাম ভালোবাসা'। পরিচালনার পাশাপাশি এটি তিনি রচনাও করেছেন। এতে অভিনয় করছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, রাজীব সালেহীন, সানজিদা প্রীতি প্রমুখ। গল্পে দেখা যাবে- এক জোড়া তরুণ-তরুণী প্রেমের কয়েকটা মনস্তাত্তি্বক ধাপ পার হওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। একসময় চরিত্র দুটি মুক্তির স্বাদ পায়। গল্পটি থানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অল্প কিছু কাজ হবে থানার বাইরে।
চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি হিসেবে আজাদ আবুল কালাম নাটক নির্মাণে হাত দিয়েছেন। নাটকটি দেখানো হবে বাংলাভিশনে।