অভিনয়ের পাশাপাশি ভালো গান করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে ছবিতে এক বা দুটি গান করেছেন তিনি। এবার একটি আস্ত অ্যালবামের পরিকল্পনা করছেন আলিয়া। ছবিতে গাওয়া তার গান ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। 'হাইওয়ে' ছবিতে পরিচালক ইমতিয়াজ আলীর ইচ্ছায় গান গেয়েছিলেন এ আর রহমানের সুরে। 'সোহা সোহা' গানেই আলিয়ার গানের দুনিয়ায় পা রাখা। ওই গান সবারই মন কেড়েছিল। পরের ছবি 'হামটি শর্মা কি দুলহনিয়া'তেও গান গেয়েছিলেন আলিয়া। 'সামঝাঁওয়া' গানের মেইল ভার্সনের পাশাপাশি ফিমেল ভার্সনও জনপ্রিয়তা পেয়েছিল। আর সেই জনপ্রিয়তাই মিউজিক অ্যালবামের কথা ভাবিয়েছে আলিয়াকে। তবে এ বছরই অ্যালবাম যে হচ্ছে তা নয়। কেননা আলিয়ার হাতে এখন একটার পর একটা ছবির কাজ। আপাতত 'উড়তা পাঞ্জাব' ছবির কাজে ব্যস্ত আছেন আলিয়া। সামনে আছে 'শানদার' ছবির কাজ। করণ জোহর প্রোডাকশনের 'কাপুর অ্যান্ড সনস' ছবিতেও তার কাজ করা ঠিক'। এ ছবি করতে করতেই যে বেশ কিছুটা সময় চলে যাবে জানেন আলিয়া। তাই তিনি ঠিক করেছেন ২৫-এ পা দিয়েই অ্যালবাম করবেন।