গতকাল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭'। ঢাকায় ছবিটি মুক্তি দিচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস। দুটি হলেই হয়েছে ছবির দুটি প্রিমিয়ার। 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'-এর সপ্তম সিক্যুয়াল এটি। আগের ছয়টি ছবির মতো এ ছবিরও পরিচালক জেমস ওয়ান। ছবির অন্যতম অভিনেতা পল ওয়াকার ২০১৩ সালের ৩০ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আগের সিরিজগুলোর ধারাবাহিকতায় 'ফিউরিয়াস-৭' ছবিতেও মৃত্যুর আগের দিন পর্যন্ত শুটিং করেছেন তিনি। ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ করতে পেরেছিলেন। তার অভিনীত দৃশ্যগুলো ছবিতে রয়েছে। তাই দর্শকের জন্য এবার চমক সেই দৃশ্যগুলোই।