অডিও প্রযোজনা প্রতিষ্ঠানে যোগ হলো নতুন আরও একটি নাম 'এম রেকর্ডস'। সব ধরনের অডিও ও ভিডিও প্রযোজনা করা হবে এই প্রতিষ্ঠানটি থেকে। শিল্পী , গীতিকার ও সুরকারদের রয়্যালিটি বেসিসে কাজ করবে এই প্রতিষ্ঠানটি। নতুন শিল্পীদের সব ধরনের অগ্রাধিকার দেওয়া হবে এ কারণে। প্রতিষ্ঠানটির কর্ণধার ইমন চৌধুরী [চিরকুল ব্যান্ড সমস্য] বলেন, 'একটি সুন্দর স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। আমরা শিল্পী, গীতিকার ও সুরকারদের নিজ নিজ রয়্যালিটি বুঝিয়ে দেব। রিংটোন, কলার টিউন ও টাকা সমানভাবে শিল্পী, গীতিকার ও সুরকার পাবে। আমাদের এই অডিও প্রতিষ্ঠান থেকে যারা অ্যালবাম প্রকাশ করবে তাদের জন্য থাকছে কিছু বিশেষ সুবিধা। তার মধ্যে রয়েছে, আমরা সারা বাংলাদেশে অডিও অ্যালবামটি দোকানে পৌঁছে দেব। ঢাকা শহরের সবগুলো চেইন শপগুলোতে অ্যালবামটি পাওয়া যাবে। এ ছাড়া ইন্টারন্যাশনালিও অ্যালবামটি প্রচার করা হবে। আর আমরা সব সময় নতুন শিল্পীদের পাশে গিয়ে দাঁড়াতে চাই।'