‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ও 'হাইওয়ে' দারুন অভিনয়ের কারণে বর্তমানে বলিউডের পরিচালকদের পছন্দের তালিকায় ভালোমতোই আছেন আলিয়া ভাট। কিন্তু আলিয়াতে বিমুখ ইমরান খান।
না আলিয়ার অভিনয় নিয়ে কোন বাধা নেই। আসলে আলিয়াকে নিজের বোনের চোখে দেখেন ইমরান। আর সেই কারণেই আলিয়ার সঙ্গে কোন রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে পারবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন “আলিয়া আমার বোন। ওর সঙ্গে কোন ঘনিষ্ঠ দৃশ্যে আমি অভিনয় করতে পারব না”। এই কথার রেশ টেনে তিনি আরও বলেন, “আলিয়া আমার উপর রেগে আছে কারণ আমি ওর প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এখনও দেখে উঠতে পারিনি”।
উল্লেখ্য, পরিচালক মহেশ ভাট ইমরান খানের মামা হন। আর এই সম্পর্কে আলিয়া ও পূজা ইমরানের বোন।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৫/মাহবুব