বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পর্নোতারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনিকে তুলনা না করার জন্য এ অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ভক্তদের উদ্দেশ্য করে এ অাহ্বান জানিয়েছেন সানি।
স্থানীয় এক সংবাদ মাধ্যমকে সানি বলেন, 'এক পাহেলি লীলা মুভিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের ঢুলি তেরা ঢোল বাজে গানের সঙ্গে আমি পা মিলিয়েছি। কিন্তু তার মানে এটা নয় যে, ঐশ্বরিয়ার সঙ্গে আমাকে তুলনা করতে হবে।' সানি আরো বলেন, আমি জানি ঐশ্বরিয়ার গানের সঙ্গে আমার ডোল বাজে গানের ম্যাচ হয় না। তার সঙ্গে এই তুলনাকে আমি অপছন্দ করি।'
উল্লেখ্য, এক পাহেলি লীলা মুভিতে সানি ৩টি চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যেই মুভিটির ট্রেলার মুক্তি পেয়েছে। প্রশংসাও কুড়িয়েছেন তিনি। মুভিটির পরিচালক ববি খান তো বলেই ফেলেছেন মুভিটিতে সানি অনবদ্য অভিনয় করেছেন। চলতি মাসের ১০ তারিখ মুভিটি মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৫/শরীফ