বাঙ্গালি অভিনেত্রী তিলোত্তমা সোমের বিয়েতে হাজির হলেন পুরো বচ্চন পরিবার। ছিলেন না শুধু বড় বচ্চন অমিতাভ। কারণও অবশ্য আছে। তিলোত্তমার বর যে জয়া বচ্চনের বোনের ছেলে কুনাল।
ভাগ্নের বিয়েতে জয়াতো ছিলেনই, সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং পৌত্রী আরাধ্য বচ্চন। আরও ছিলেন মেয়ে শোয়েতা নন্দা। ভারতের বাইরে থাকায় বিয়েতে অংশ নিতে পারেননি অমিতাভ বচ্চন।
কলকাতার মেয়ে তিলোত্তমা সোম তার অভিনয়জীবন শুরু করেন মঞ্চে। এরপর তাকে দেখা গেছে মিরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ এবং দিবাকর ব্যানার্জীর ‘সাংহাই’ সিনেমায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রতর ‘চিলড্রেন অফ ওয়ার’ (বাংলাদেশে যা মুক্তি পায় ‘যুদ্ধশিশু’ নামে) সিনেমায় পাকিস্তানি সেনা ক্যাম্পে আটক এক নারী মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৫/এস আহমেদ