কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ফের সেলুলয়েডে ফিরছেন বলিউডের ট্রাজেডি কুইন মীনা কুমারি। আর তার চরিত্রে অভিনয় করবেন বলিউডের বর্তমান 'কুইন' কঙ্গনা রানাওয়াত। এবার সে গুঞ্জনকে সত্যিই করলেন এই অভিনেত্রী নিজেই। স্থানীয় এক সাংবাদ মাধ্যম জানায়, আগামী বছরের মাঝামাঝি নাগাদ কঙ্গনা মীনা কুমারির বায়োপিকে অভিনয় শুরু করতে যাচ্ছেন।
উল্লেখ্য, ১৯৩৯ সালে মাত্র ৭ বছর বয়সে বেবি মীনা লেদারফেস মুভি দিয়ে অভিনয় শুরু করেছিলেন। এরপর বয়স যত বাড়তে থাকে, ততই তার অভিনীত মুভির সংখ্যা বাড়তে থাকে। ফলশ্রুতিতে বলিউডে একসময় তার নাম হয় মীনা কুমারী। এরপর ১৯৪০, ৫০ ও ৬০ এর দশক একাই বড় পর্দা কাপিয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র জীবনে তিনি প্রায় ৮০টির মতো মুভিতে অভিনয় করেছেন।
তার বিখ্যাত মুভির মধ্যে রয়েছে পরিণীতা, বায়যু বাওয়ারা, সাহেব বিবি অউর গোলাম, কাজাল ইত্যাদি। এছাড়া অভিনয়ে জন্য তিনি চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল ২০১৫/মাহবুব/শরীফ