ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওন এবার হলিউডের স্বর্ণকেশী আবেদনময়ী নায়িকা মেরিলিন মনরোর ভূমিকায়। হিন্দি সিনেমার পর্দায় তিনি মূর্ত করে তুলেছেন সেই চিরচেনা সাদা ফ্রক আর রাঙ্গা ঠোঁটের মনরোর মোহনীয় দৃশ্যটি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানি লিওনের নতুন সিনেমা 'কুছ কুছ লোচা হ্যায়'র ট্রেইলার। সেখানেই দেখা গেল মেরিলিনরূপী সানির ঝলক।
কমেডি সিনেমা 'কুছ কুছ লোচা হ্যায়'-এর গল্প আবর্তীত হয় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির প্রেমকে ঘিরে।
সিনেমার পরিচালক দেভাং পাটেল ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়াকে বলেন, "নানা ধরনের হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমাটির কাহিনি, আমি নিশ্চিত তা সবার ভালো লাগবে।"
৮ মে ভারতে মুক্তি পাবে 'কুছ কুছ লোচা হ্যায়'। সানি ছাড়াও এতে অভিনয় করেছেন রাম কাপুর এবং ইভলিন শর্মা।
ওদিকে মুক্তির অপেক্ষায় আছে সানির আরেকটি সিনেমা 'এক পহেলি লিলা'। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=KNMoY9SoKpM
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৫/এস আহমেদ