নিজের ফোন নম্বর অনলাইনে ছড়িয়ে পড়ায় বেশ বিপাকেই পড়তে হলো মার্কিন পপ তারকা কেটি পেরিকে। সম্প্রতি নিজের অজান্তেই একটি ভিডিওর মাধ্যমে ফোন নম্বরটি ছড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত নম্বরটি বদলে ফেলেই মুক্তি মেলে ঝামেলা থেকে।
মাইক্রোব্লগিংসাইট টুইটার এবং ইমেজ শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে বুধবার নিজের কুকুর বাটার্সের একটি ভিডিও পোস্ট করেন পেরি। আর বাটার্সের কলার-ট্যাগে পরিস্কারভাবে দেখা যাচ্ছিল তার ব্যাক্তিগত ফোন নাম্বারটি। অসাবধানতাবশত হয়ে যাওয়া এ বিষয়টির জন্য বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে কেটিকে। অসংখ্য ভক্ত ফোন করতে শুরু করেন কেটিকে। এক লাখেরও বেশি কল গ্রহণের পর পেরি দ্রুত ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর নিজের নম্বরটিও বদলে ফেলতে বাধ্য হন।
আরেক পপ তারকা রিহানার নতুন গান ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’র অনুকরণে ভিডিওটির শিরোনাম পেরি দিয়েছিলেন, ‘বিচ বেটার হ্যাভ মাই মানি ইফ বিচ ওয়ান্টস সসেজেস’। কিন্তু ভিডিওটির মাধ্যমে পেরির ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিপাকে পড়ে যান তিনি।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৫/এস আহমেদ