সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের সঙ্গে সংশ্লিষ্টতার আজ ঠিক পঞ্চম বছর পূরণ হয়েছে বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খানের। আজ থেকে পাঁচ বছর আগে ঠিক এইদিনে টুইটারে প্রথম পোস্ট করেছিলেন সালমান। এই সময়ে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শুটিং স্পটের অনেক কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
টুইটারে বর্তমানে সালমানের ১১ মিলিয়নের বেশি অনুসারী বা ফলোয়ার রয়েছে। টুইটারে অনুসারীর সংখ্যার দিক দিয়ে তিন নম্বরে আছেন সালমান। বলিউডের আরেক দুই অভিনেতা শাহরুখ ও অামির খান প্রত্যেকেরই টুইটার ভক্তের সংখ্যা ১২ মিলিয়নের বেশি।
সামাজিক যোগাযোগের আরো দুই মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামেও সমানভাবে সক্রিয় সালমান।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ২০১৫/শরীফ