চুমুর জন্য খবরের শিরোনাম হলেন ম্যাডোনা। তার ভক্তরা জানেন, কোয়েচেলায় এক অনুষ্ঠান চলাকালে মঞ্চেই চুম্বন করেছিলেন তিনি কানাডার গায়ক ড্রেককে। এখন সেই চুম্বন দৃশ্যের ভিডিও-ছবিও পাওয়া গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাডোনা জানিয়েছেন, ড্রেকের সঙ্গে ডেট করা এবং তাকে চুম্বন করা তার কাছে স্বপ্নের মতো। তাই মঞ্চেই ড্রেককে চুম্বন করে স্বপ্নপূরণ করেছেন তিনি।
ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=niInmg0Bwgw
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/ রশিদা