জনতার প্রতিবাদে উত্তাল মুম্বই। চলছে হুড়োহুড়ি, ছুটোছুটি, ধরপাকড়। উন্মত্ত জনতাকে ঠেকাতে এলোপাথাড়ি কাঁদানে গ্যাস। ছুড়ছে পুলিশ। আর এইসব কিছুর মাঝখানে মুম্বইয়ের ধোঁয়াটে রাস্তার ওপর গ্যাঁট হয়ে বসে আছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। ভাবলেশহীন, নির্বিকার। যেকোনও মূহুর্তে তাঁর ওপরেও আছড়ে পড়তে পারে এই তাণ্ডব, এসব জেনেও প্রাণ বাঁচাতে কোনও তাড়া, কোনও প্রচেষ্টা। নেই অভিনেত্রীর। যেন পরিস্থিতির কাছে আত্মসমর্পণ। অথবা ভাবটা এমন, যেন প্রতিবাদে সামিল সোনাক্ষী নিজেই।
এতটুকু পড়ে সোনাক্ষীর যে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তাদের আশ্বস্ত করে জানাই, সত্যিই মুম্বইয়ের রাস্তায় প্রতিবাদে সামিল সোনাক্ষী নিজেই। তবে সে দৃশ্য কোন বাস্তব ঘটনার সাক্ষী নয়, এটা রূপালি পর্দার গল্প। শত্রুঘ্ন কন্যার আসন্ন ফিল্ম 'আকিরা'-র একটি দৃশ্যের জন্য মুম্বইয়ের মানুষজনকে সামিল করে এভাবেই চলল দিনভর শুটিং। এ. আর. মুরুগাদস পরিচালিত এই ফিল্মে বাস্তব জীবনের বাবা-মেয়েকে অন স্ক্রিন পুত্র-কন্যা হিসেবে দেখা যাবে। একটি হিট তামিল ছবির রিমেক এই ফিল্মে নেগেটিভ রোলে অভিনয় করতে দেখা যাবে পরিচালক অনুরাগ কাশ্যপকে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/মাহবুব