'এক পাহেলি লীলা' মুভিতে পর্ণোতারকা থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনির বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন মডেল কাম অভিনেতা রাজনীশ দুগ্গাল। মুভিটি গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে। ববি খান পরিচালিত মুভিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। নতুন খবর হলো, রাজনীশ ফের সানির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। মুভিটির নাম 'তেরা বেইমান লাভ'। এটি রোমান্টিক থ্রিলার ধরনের একটি মুভি। পরিচালনা ও নির্মাণ করবেন রাজীব চৌধুরী। ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রাজনীশ।
'এক পাহেলি লীলা' মুভিতে সানির বিপরীতে অভিনয় করে বেশ স্বাচ্ছন্দ বোধ করেছেন বলে জানিয়েছেন রাজনীশ। তাই ফের নতুন কোনো রোমান্টিক মুভিতে সানির সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না বলে তার অভিমত। সাক্ষাৎকারে রাজনীশ বলেন, 'আমার পরবর্তী মুভিটি হচ্ছে সানির সঙ্গে। এর নাম তেরা বেইমান লাভ। মুভির গল্পটি আমার পছন্দ হয়েছে এবং সানির সঙ্গে কাজ করতে আমি স্বাচ্ছন্দ অনুভব করি কারণ 'এক পাহেলি লীলা' মুভিতে আমি ইতোমধ্যে তার সঙ্গে অভিনয় করেছি।'
'তেরা বেইমান লাভ' মুভিটির শুটিং মূলত দুবাই ও মুম্বাইয়ে হবে বলে অভিনেতা রাজনীশ জানান। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ২০১৫/শরীফ