অবশেষে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন উপস্থাপিকা ও মডেল নুসরাত ফারিয়া। অনেকবার তার চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা এসেছিল, কিন্তু তা ঘোষণাতেই ফুলস্টপ পড়ে গিয়েছিল। তবে এবার তিনি চূড়ান্তভাবে চলচ্চিত্রে আসছেন। তাকে পর্দায় আনছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ফারিয়ার চলচ্চিত্রের শিরোনাম 'প্রেমী ও প্রেমী'। এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ভারত থেকে ছবিটি পরিচালনা করার কথা রয়েছে অশোক পাতির। ফারিয়ার বিপরীতে নায়কও থাকছেন কলকাতা থেকে। তবে এ ছবিতে ফারিয়া একা নায়িকা নন, সঙ্গে আরও একটি নতুন মেয়ে থাকবেন। আর পুরো বিষয়টি একেবারেই গোপন রাখা হয়েছে। একসঙ্গে চমক সৃষ্টি করার জন্য তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে না। আগামী ১৯ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বেশ বড় আয়োজনে ঘোষণা আসবে ছবিটির।
এদিকে ফারিয়া নিজের ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না। কাছের বন্ধুদের বলে বেড়াচ্ছেন। তার ঘনিষ্ঠজনরা খবরটি নিশ্চিত করেছেন।