আজ 'শ্যামাপ্রেম'
আজ শায়েস্তাগঞ্জের একটি চা বাগানে মঞ্চায়ন হবে প্রাঙ্গণে মোরের নাটক 'শ্যামাপ্রেম'। বাগানটির চা শ্রমিকদের আমন্ত্রণে এই দলটি রবীন্দ্রনাথের 'শ্যামাপ্রেম' মঞ্চায়ন করতে আজ সকালে সিলেটের শায়েস্তাগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করছে।
'নিশিমন-বিসর্জন'
১৯ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক 'নিশিমন-বিসর্জন'। রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' আশ্রয়ে নাটকটির নির্দেশনায় রয়েছেন আশিক রহমান লিয়ন। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কামরুজ্জামান সবুজ, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, জাহিদ কামাল চৌধুরী, রাসেল আহমেদ, ইকবাল চৌধুরী, আরিফ হোসেন, বিথুন আহমেদ, বাহার সরকার, ইমতু রাতিশ, সোনিয়া ইসলাম, জানেসার, সামিউল জীবন, রিফাত হোসেন জুয়েল প্রমুখ।
আজ 'কঞ্জুস'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে লোক নাট্যদল প্রযোজিত নাটক 'কঞ্জুস'। মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে তারিক আনাম রূপান্তরিত নাটকটির নির্দেশনায় লিয়াকত আলী লাকী।
শেষ হচ্ছে গানমেলা
শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আজ শেষ হচ্ছে ১০ দিনব্যাপী গানমেলা। মৃতপ্রায় অডিও শিল্পকে এই মেলার আয়োজন করে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ [এমআইবি]। গত ৯ এপ্রিল শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয় এই গানমেলা।
অলিয়ঁস ফ্রঁসেজে আজ প্রদর্শনী
আজ সন্ধ্যায় ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হচ্ছে বিদেশি আলোকচিত্র সাংবাদিক স্টিফেন সিনক্লেয়ারের 'টু ইয়াং টু ওয়েড' শীর্ষক প্রদর্শনী। বাল্যবিবাহের নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে আলোকচিত্রে।
বেঙ্গলে কাজী গিয়াসউদ্দিনের প্রদর্শনী
পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরু হচ্ছে জাপান প্রবাসী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকর্ম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনীতে মোট চিত্রকর্ম থাকবে ৪০টি। আগামী ২৬ মে শেষ হবে এই প্রদর্শনী।
আজ নবরবির কিরণে সংগীতসন্ধ্যা
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সংগীত সংগঠন গীতাঞ্জলীর 'নবরবির কিরণে' শীর্ষক সংগীতসন্ধ্যা। এটি বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত অনুষ্ঠানের অংশ।
আগামীকাল শিল্পকলায় 'ভাগের মানুষ'
আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে 'সময় নাট্যদল'র জনপ্রিয় নাটক 'ভাগের মানুষ'। পাকিস্তানের লেখক সা'দত হাসান মান্টোর ছোট গল্প 'টোবাটেক সিং' অবলম্বনে 'ভাগের মানুষ' নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এটি 'সময়'র ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত নাটকটির ১৬৬টি প্রদশর্নী হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, শেখ মো. আরিফুজ্জামান, রেজাউর রহমান রিজন, রিয়াজ মাহমুদ জুয়েল, পাভেল ইসলাম, মানসুরা রশীদ লাভলী, নাহিদ আহমেদ বিপ্লব, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, দাউদ, আনোয়ার, মৌসুমী প্রমুখ।