বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে নন্দিত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন একক অ্যালবাম 'বারতা পেয়েছি মনে মনে'। অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। রবীন্দ্রনাথের ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজিয়েছেন বন্যা। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। বন্যা বলেন, 'রবীন্দ্রনাথের পূজা, প্রকৃতি, প্রেম-প্রভৃতি পর্যায়ের গান নিয়ে অ্যালবামটি করেছি। অ্যালবামে বৈচিত্র্য আনার জন্যই এটা করা। গানগুলো ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক পছন্দের। আমার ধারণা শ্রোতাদেরও ভালো লাগবে।'