পপ তারকা জাস্টিন বিবার বছরজুড়েই বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে যান। পশ্চিমা যে কোনো পপশিল্পীর চেয়ে কোনো দিক থেকেই কম যান না তরুণ এই তারকা। সম্প্রতি পতিতাপল্লীতে গিয়ে আবারও বিতর্কে জড়ান তিনি। পল্লীসংশ্লিষ্ট মেয়েরা বিবারকে পেয়ে তাকে ঘিরে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। অনেক যুদ্ধ করেই সেখান থেকে ফিরে আসেন এই পপ তারকা।
এই ঘটনা বিবারের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ শোনার পর বিষয়টি স্বাভাবিকভাবেই নেন। সেলেনা বলেন, বিবারের বিষয়টি নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিশেষ করে আমি মোটেও বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে করছি না। প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, আর সেখানে তাকে স্বাধীন থাকতে দেওয়া উচিত।