মুখের ওপর 'সত্যি' কথা বলতে কখোনোই ভয় পান না অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি আবারও এমনটিই করলেন তিনি। সাংবাদিকরা তাকে পর্ণোতারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনির সঙ্গে তুলনা করায় রেগে যান রাখি। সানির সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়েছেন রাখি। বরং তাকে যেন হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ, ম্যাডোনার সঙ্গে তুলনা করা হয় এমন অনুরোধ করেছেন তিনি। খবর ইন্ডিয়া টুডে'র
বলিউড অভিনেত্রী সানির সঙ্গে নিজেকে কোনো ধরনের তুলনা করাকে খুবই অপছন্দ করেন রাখি। বরং তাকে হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ বা ম্যাডোনার সঙ্গে তুলনা করা উচিৎ বলে মনে করেন তিনি। একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে সাংবাদিকদেরকে এমন কথা বলেন রাখি।
শুটিংয়ে এক সাংবাদিক রাখিকে প্রশ্ন করেন, তার নতুন গানের ভিডিওটি সানি লিওনির সঙ্গে বলিউডে তার প্রতিদ্বন্দ্বিতা আরো জোরালো করবে কিনা। আর এর জবাবেই রাখি ওই কথা বলেন।
রাখি বলেন, 'দয়া করে আমাকে সানি লিওনির সঙ্গে তুলনা করবেন না। কারণ আমি আমার জনপ্রিয়তা অর্জন করেছি আমার নাচ, অভিনয় এবং রিয়েলিটি শো করে। আর এভাবে লাখো দর্শকের হৃদয় জয় করেছি। আমি কখনোই কোনো পর্ণো মুভি করে এই জনপ্রিয়তা অর্জন করিনি। আশা করি আপনারা সবাই এটা বুঝবেন।'
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল ২০১৫/শরীফ