আলিয়া ভাট। এলেন আর জয় করে নিলেন। বলিউডে সবচেয়ে কম সময়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা তারকাদের মধ্যে উপরের আসনটিই তার দখলে। স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা দিয়ে শুরু। এরপর হাইওয়ে, টু স্টেটস, হামটি শর্মা কি দুলহানিয়া সিনেমায় অভিনয় করেছেন মহেশ কন্যা আলিয়া। শুরু থেকেই সাবলিল ও সাহসি। তাই সফলতাও পেয়েছেন চটজলদি। কিন্তু কেমন ছিল তার প্রথম অডিশনের দিনটি?
অনেকে হয়তো ভেবে বসে আছেন, যার বাবা বলিউডের এতো বড় একজন পরিচালক তাকে কি আর অডিশন দিতে হয়েছে? তাদের জন্য বলছি, পরিবারের নামে নয় নিজের যোগ্যতায় বলিউডে জায়গা করে নিয়েছেন আলিয়া। অন্যদের মতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দিয়েছেন অডিশন। আর তার চার্ম, অভিনয়, নাচ মন কেড়েছিল পরিচালক করণ জোহরের। জায়গা করে নিয়েছিলেন করণের সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ।
কিছুদিন আগে ধর্ম প্রোডাকশন প্রকাশ করেছে আলিয়ার সেই অডিশনের ভিডিওটি।
আলিয়ার অডিশনের ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=iHQyc-dOA_o
আলিয়া এখন ব্যস্ত আছেন উড়তা পাঞ্জাব সিনেমার শুটিংয়ে। এ সিনেমায় আলিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শহীদ কাপুরকে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ