২০১৪ সালে টালিগঞ্জের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী শিল্পীদের তালিকায় এবার এসেছে বাংলাদেশের জয়া আহসানের নাম। তবে শীর্ষস্থানটি ঝুলিতে পুরেছেন পাওলি দাম। ক্যালকাটা টাইমসের জরিপে এ তথ্য উঠে এসেছে।
গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা পাওলি এবার উঠে এসেছেন প্রথম স্থানে আর তাকে আসন ছেড়ে দিয়ে দ্বিতীয় স্থানে আছেন রাইমা সেন। বরাবরের মত এবারও তৃতীয়তে দেখা গেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
নবম অবস্থান থেকে এ বছর চতুর্থ স্থানে উঠে এসেছেন অভিনেত্রী পার্নো মিত্র। ভক্তদের আরো অবাক করেছেন মিমি চক্রবর্তী। ১৪ নম্বর থেকে যিনি সোজা চলে এসেছেন পাঁচ নম্বরে।
বিশ জনের এই তালিকায় এ বছর নাম উঠেছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। তিনি আছেন উনিশতম অবস্থানে।
টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের দৈনিক ক্যালকাটা টাইমস প্রতি বছর প্রকাশ করে সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের তালিকা। দর্শক এবং ভক্তদের ভোটের মাধ্যমে এই তালিকা নির্ধারিত হয়।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ