সিলেটের জৈন্তাপুরে পাহাড়ের কোলে শ্যুটিং করছেন শাকিব খান ও পরীমণি। এসএ হক অলীক পরিচালিত 'আরো ভালোবাসবো তোমায়' ছবিটির শ্যুটিং করতে গতকাল শুক্রবার বিকেলে সিলেট পৌঁছায় গোটা ইউনিট। কিন্তু বৃষ্টি হওয়ায় কাল থেকে আজ সকাল পর্যন্ত হয়নি কোনো শ্যুটিং। আজ শনিবার দুপুরে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় ২টা থেকে শ্যুটিংয়ের কাজ শুরু হয়। গোটা ইউনিট রয়েছে এখন সিলেট-জাফলং রোডের জৈন্তাপুরে। প্রাকৃতিক নৈসর্গে ঘেরা এই স্পটটি এখন মুখরিত পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার কলকলিতে।
বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, "সপ্তাহখানেক অবস্থান করবো। একটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শ্যুটিং হবে সিলেটের বিভিন্ন স্পটে। আজ ও কাল শ্যুটিং হবে সিকোয়েন্সের। পরবর্তীতে হবে গানের।"
অলীক পরিচালিত এ ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ঢাকা ছাড়াও এর অাগে বান্দরবান ও রাঙ্গামাটিতে 'আরো ভালোবাসবো তোমায়' ছবিটির শ্যুটিং হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রশিদা