ভালোবাসার হয় না কোনো ধর্ম, রাখা যায় না নিয়মের বেড়াজালে আটকে। শুধু সিনেমায় এ ডায়লগ দিয়েই ক্ষান্ত থাকেননি বলিউড খানরা। নিজের জীবনেও এ বক্তব্যের সত্যতা প্রমাণ করেছেন। বলিউডের সামনের কাতারের বলুন, আর মধ্যম কাতারের বলুন প্রায় সব খানই হিন্দু স্ত্রী নিয়েই জীবনের পথ চলা শুরু করেছেন। আর এ পথচলা ভালবাসার বিনিসূতোর মালা থেকেই। আসুন চিনে নেই বলিউড খানদের হিন্দু স্ত্রীদের:
শাহরুখ খান :শাহরুখ-গৌরির প্রেমকাহিনি তো তরুণদের কাছে আদর্শ হয়ে রয়েছে। বলিউডে পা রাখার বহুদিন আগে থেকেই গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ। তারপরে বিয়েরও সিদ্ধান্ত নেন তারা। এখন তিন ছেলে-মেয়ে নিয়ে সুখে ঘরসংসার করেছেন তারা।
আমির খান: অভিনেতা আমির খান দুইবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন, এমনকি বিয়েও করেছেন। খুব অল্প বয়সেই রীনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির। তাকে বিয়েও করেছিলেন। কিন্তু সে বিয়ে জীবনভর টেকেনি। পরে কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। এখন কিরণের সঙ্গে সুখেই আছেন।
সাইফ আলি খান: আমিরের মতো সাইফও দুইবার প্রেম করে বিয়ে করেছেন। প্রথমবার অমৃতা সিং ও পরে কারিনা কাপুর।
ইরফান খান: বলিউডের আর এক জনপ্রিয় খান ইরফান খান। বলিউড থেকে হলিউডেও ছড়িয়েছে ইরফান খানের নাম। ১৯৯৫ সালে সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান।
আরবাজ খান: মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ খান। পরবর্তীতে মালাইকাকে বিয়ে করেন তিনি। এখন আইটেমকন্যাকে নিয়ে সুখেই আছেন আরবাজ।
সোহেল খান: আরবাজ খানের ভাই সোহেল খানও হিন্দু মেয়ে সীমা সচদেবকে বিয়ে করেছেন।
ইমরান খান: বহুদিনের প্রেমিকা অবন্তিকা মলিককে বিয়ে করেন ইমরান খান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভালোই আছেন তারা।
ফারদিন খান: ছোটবেলার প্রেম নাতাশা মাধওয়ানিকে বিয়ে করেন ফারদিন। নাতাশা বলিউডের প্রাক্তন অভিনেত্রী মুমতাজের মেয়ে।
জায়েদ খান: মালাইকা পারেখের সঙ্গে ছোটবেলা থেকেই প্রেম ছিল জায়েদের। তাকেই বিয়ে করেন জায়েদ।
এদিকে সালমান খান তো বহু ঘাটের জল খেয়ে এখন পর্যন্ত বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছতেই পারেননি।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ