মেয়াদবহির্ভূত অস্ত্র রাখা ও ব্যবহারের অভিযোগে দায়ের করা একটি মামলায় ২৩ এপ্রিল যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালদে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। প্রসিকিউশনের চারজন সাক্ষীর শুনানি গতকাল শুক্রবার শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপমা বিজলানি সালমানের আইনজীবীকে নির্দেশ দেন তার মক্কেলকে ওই তারিখে আদালতে হাজির করানোর জন্য।
চলতি বছরের ফেব্রুয়ারির ২৫ তারিখেই উক্ত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু ২০০৬ সাল থেকে প্রসিকিউশনের চারটি আবেদন অমীমাংসিত থাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায় প্রদান বিলম্বিত করেন। এই সময়ের মধ্যে প্রসিকিউশনের চারজন সাক্ষীর শুনানি সম্পন্ন হয়। এর পরিপ্রেক্ষিতে= ২৩ এপ্রিল উক্ত মামলায় সালমান খানের বয়ান রেকর্ডের তারিখ নির্ধারণ করেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, ১৯৯৮ সালের অক্টোবরের ১-২ তারিখে 'হাম সাথ সাথ হে' নামে একটি মুভির শুটিংয়ের সময় সালমান ও মুভিটির আরো কয়েকজন কলাকুশলীর বিরুদ্ধে দুটি কৃঞ্চ হরিণকে গুলি করে হত্যার অভিযোগ এনে একটি মামলা করা হয়। যোধপুরের নিকটবর্তী কনকানি গ্রামে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাধীন হরিণ দুটিতে হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়। সেই সঙ্গে সালমানের বিরুদ্ধে লাইেসেন্সের মেয়াদবহির্ভূত অস্ত্র বহন ও ব্যবহারের অভিযোগ আনা হয়। এ বিষয়ে তখন সালমানের বিরুদ্ধে একটি মামলাও হয়। আর এ মামলায় নিজের বয়ান রেকর্ড করতেই তাকে ২৩ এপ্রিল সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ২০১৫/শরীফ