'স্ল্যামডগ মিলিয়নেয়ার' মুভির বদৌলতে খ্যাতির চূড়ায় উঠা হলিউড অভিনেত্রী ফ্রেইদা পিন্টো নিজের চেহারা নিয়ে আদৌ উদ্বিগ্ন নন। নিজেকে কেমন দেখায় তা নিয়ে নাকি তিনি কখনো ভাবেন না। এ ব্যাপারে তার কোনো আগ্রহও নেই। এমনকি আয়নায় নিজের চেহারার দিকে বারবার তাকানোও তিনি এড়িয়ে চলেন। ফিমেলফার্স্টডটসিওডটইউকে নামে একটি সেলিব্রেটি ওয়েবসাইট ফ্রেইদাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে। খবর আইএএনএস'র
ফ্রেইদা পিন্টো বলেন, 'আমি নিজের চেহারাকে কিভাবে দেখি তা গুরুত্বপূর্ণ নয়। প্রকৃতপক্ষে আমি এমনকি আয়নায় নিজের চেহারার দিকে তাকাতেও পছন্দ করি না। তবে এ ব্যাপারে আমি অবগত এবং আমি সবসময়ই বলি যে স্ল্যামডগ মিলিয়নেয়ারের ওই একটি লাইনের কারণেই আমার সম্পর্কে ভক্ত ও দর্শকদের এমন ধারণা তৈরি হয়েছে। ওই লাইনটিতে লতিকাকে [পিন্টো যে চরিত্রে অভিনয় করেছেন] বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপর থেকে ওই ধারণা বদলাতে আমাকে সম্ভাব্য সব কিছু করতে হয়।'
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ২০১৫/শরীফ