বলিউডের তিন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফ প্রত্যেকেই বিখ্যাত প্রসাধনী সামগ্রী লরিয়লের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গত এক যুগ ধরে কোম্পানিটির হয়ে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চন। গতবারের মতো এবারও তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সোনম কাপুরকেও। ল'রিল সম্প্রতি এক টুইটে একথা নিশ্চিত করেছে। তবে আরেক ব্রান্ড অ্যাম্বাসাডর ক্যাটরিনা কাইফের আসন্ন ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে যোগদান এখনো অনিশ্চিত।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক খবরে জানায়, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল লরিলের তিন দূত একসঙ্গে কান উৎসবে যোগ দিবেন। কিন্তু এখন পর্যন্ত ঐশ্বরিয়া ও সোনমের কানে যোগদান নিশ্চিত করলেও ক্যাটরিনার ব্যাপারে কিছুই জানায়নি।
গত বছর ৬৭তম কান উৎসবে আমন্ত্রিত হয়েও 'ব্যাং ব্যাং' চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত যাওয়া হয়ে উঠেনি ক্যাটরিনার। এ পর্যন্ত একবারও কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া হয়ে উঠেনি এ অভিনেত্রীর।
উল্লেখ্য, ৬৮তম কান চলচ্চিত্র উৎসব আগামী মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ