নব্বইয়ের দশকের 'ছাইয়া ছাইয়া' ও আধুুনিক সময়ের 'মুন্নি বদনাম'-জনপ্রিয় এ আইটেম গান দুটির মাধ্যমে ইতোমধ্যে বলিউডে নিজের নৃত্য দক্ষতার প্রমাণ দেখিয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা খান। এবার নৃত্যে নাচের দক্ষতাকে আরেক মাত্রায় নিয়ে যেতে চান তিনি। তাই সুযোগ পেলে বলিউডে একদিন কোরিওগ্রাফার হিসেবে আবির্ভূত হতে চান তিনি। এমনকি স্বামী আরবাজ খানকেও অনুরোধ করেছেন যাতে করে তাকে তার মুভিতে কোরিগ্রাফির সুযোগ দেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআইকে নিজের কোরিওগ্রাফার হওয়ার এমন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন মালাইকা নিজেই।
৪১ বছর বয়সী মালাইকা বলেন, 'ভবিষ্যতে বলিউড মুভিতে কোরিওগ্রাফি করতে চাই আমি। যদি সুযোগ পাই ও মনে করি যে এর প্রতি ন্যায়বিচার করতে পারবো তাহলে অামি এটাকে বেছে নিব। আমি আমার স্বামী আরবাজকেও বলেছি যাতে করে সে তার মুভিতে আমাকে কোরিওগ্রাফি করার সুযোগ দেয়।'
কালারস টিভির 'ইন্ডিয়া'জ গট টেলেন্ট' নামে একটি রিয়েলিটি শোর সপ্তম আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন মালাইকা অরোরা খান। বিচারকের দায়িত্বে ফেরায় বেশ উচ্ছ্বশিত বলেও জানিয়েছেন মালাইকা। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ২০১৫/শরীফ