চলতি বছর আগেই পেয়েছেন ‘গ্লোবাল আইকন’ পুরস্কার। এবার তার সঙ্গে যুক্ত হলো ‘দ্য প্রেসটিজিয়াস আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু সিনেমা অ্যাওয়ার্ড। হ্যাঁ, বলা হচ্ছে বলিউড কিং শাহরুখ খানের কথা। শাহরুখের হাতে পঞ্চম বার্ষিক এই এশিয়া পুরস্কার তুলে দেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ছবি নির্মাতা গুরিন্দর চাড্ডা। এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন জায়ান মালিক সহ রূপোলি পর্দার রথী-মহারথীরা।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি নিজের টুইটার ওয়ালে পোস্ট করেছেন শাহরুখ। এমনকি মালিকের সঙ্গে পার্টিতে মজা করার ছবিও পোস্ট করেছেন কিং খান। এইকসঙ্গে শাহরুখ জানিয়েছেন, “এই সম্মানে পেয়ে খুবই আপ্লুত এবং সম্মানিত”। এশিয়া পুরস্কারে অন্যান্য বিজেতাদেরও অভিনন্দন জানিয়েছেন বলিউড বাদশা। তিনি বলেছেন, “এ ধরনের অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি গর্বিত”।
সিনেমা ক্যাটাগরিতে এর আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন বলিউডের ইরফান খান, অনুপম খের এবং যশ চোপড়া।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৫/মাহবুব