গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে খুব অল্পসংখ্যক গানই জনপ্রিয়তার মুখ দেখেছে। হিট কিংবা সুপারহিট তালিকায় স্থান করে নিতে পারেনি কোনো গান। তবে বছরের প্রথমদিকে এরই মধ্যে তাহসানের 'তুমি ছুঁয়ে দিলে মন' ভালো শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি কয়েকটি গান জনপ্রিয়তার তালিকায় স্থান করে নিয়েছে। তবে গত দেড় বছরের শূন্যতা ভেঙে এরই মধ্যে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে হাবিব ওয়াহিদের 'হারিয়ে ফেলা ভালোবাসা'। এই একটি মাত্র গানের ডিভিডি এমআইবি গানমেলায় সংগীতার ব্যানারে প্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছে। শুধু মেলাতেই মোড়ক উন্মোচনের এক ঘণ্টার মধ্যে হাবিবের এ ডিভিডি বিক্রি হয়েছে প্রায় ৫০০ কপি। এ সময় হাবিবভক্তদের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয়েছে সংগীতা কর্তৃপক্ষকে।