চুমু হোক কিংবা ঘনিষ্ঠ দৃশ্য, যৌনতার ছিটেফোঁটা গন্ধ থাকলেই সেই সিনেমার গল্প ফেরে লোকমুখে। কিন্তু অভিনেতাদের কাছে এমন দৃশ্যে অভিনয় করাটা বাকি আর পাঁচ দৃশ্যের মতোই সমান, আলাদা কোনো উত্তেজনা বা সঙ্কোচের জায়গা নেই, স্পষ্ট উক্তি বঙ্গতনয়া স্বস্তিকার। 'আমি ও আমার গার্লফ্রেন্ড'- ছবিতে শ্রীর শরীরী উষ্ণতা থেকে 'ব্যোমকেশ বক্সী'তে আঙ্গরুবালা আবেদন, টলিউডের এ পাঞ্চালিতে মুগ্ধ সিনেপ্রেমীরা। পর্দায় উত্তেজনার ঝড় তুলতে এ সুন্দরীর জুড়িমেলা ভার। কিন্তু এমন দৃশ্যে অভিনয় করাটা স্বস্তিকার কাছে বলতে গেলে জলভাত। আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতোই তিনি এসব ঘনিষ্ঠ দৃৃশ্যে অভিনয় করে থাকেন। স্বস্তিকা বলেন, 'ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জড়তা আমার কোনো দিন ছিল না। তা ছাড়া বাংলায় সিনেমা এখন অনেক সাবালক, সেখানে চুমু বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা কোনো ব্যাপারই না।'
তিনি আরও বলেন, 'আজকাল পরিচালকরা এমন সব ছবিই বানাচ্ছেন যেখানে যৌনতা স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে।' স্বস্তিকা আপাতত ব্যস্ত আছেন তার আপকামিং ছবি 'সাহেব বিবি গোলাম'-এর শুটিংয়ে।