সঞ্জয় লীলা বানশালির জনপ্রিয় 'দেবদাস' মুভিতে ডোলা রে ডোলা গানে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া একসঙ্গে তাল মিলিয়েছেন। গানটি এখনো ভক্ত হৃদয়ে গেঁথে আছে। এবার সেই একইরকম দৃশ্যে দেখা যাবে বলিউডের সাম্প্রতিক সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনকে। সঞ্জয় লীলা বানশালির আসন্ন 'বাজিরাও মাস্তানি' মুভির একটি গানে এবার এ দুজনকে একই তালে পা মেলাতে দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই এক টু্ইটার বার্তায় একথা জানিয়েছেন।
মুভিটিতে মাস্তানির ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। আর প্রিয়াঙ্কাকে পাওয়া যাবে কাশিবাঈ চরিত্রে। গল্পে বাজিরাওর স্ত্রী কাশিবাঈ হলেও সে মাস্তানির প্রেমে পড়ে। এ চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।
মুভিটিতে ঐতিহ্যবাহী মারাঠি সাজে দেখা যাবে প্রিয়াঙ্কাকাকে। আর এজন্য সাবেক বিশ্ব সুন্দরীকে পরতে হবে নওবারী শাড়ী (মহারাষ্ট্রের নয় গজ দীর্ঘ শাড়ী)। ইতোমধ্যে প্রিয়াঙ্কার জন্য ৮৫টি এই রকম শাড়ী সংগ্রহ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ