বলিউডের চরম ব্যবসাসফল মুভি 'পিকে'র একটি দৃশ্যে অভিনেতা আমির খানের নগ্ন অবস্থায় দেখা যায়। মুভিটির বিষয় নিয়ে ভারতজুড়ে চরম বিতর্ক হয়েছে। এমনকি এ নিয়ে মামলাও হয়েছে। তবে শেষ পর্যন্ত সবকিছু এড়িয়ে মুভিটি কিন্তু ঠিকই ব্যবসা সফল হয়েছে। এবার ঢাকাই চলচ্চিত্রে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যাবে একটি মুভির নায়ককে। 'মাসুম' নামে একটি চলচ্চিত্রের একটি দৃশ্যে নগ্ন হলেন এর নায়ক তুহিন। সম্প্রতি সিলেটে মুভিটির এ দৃশ্যধারণ হয়েছে।
এ বিষয়ে পরিচালক রায়হান রাফি বলেন, ‘সম্প্রতি সিলেটে মুভিটির দৃশ্যধারণ করা হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য নগ্ন হয়ে অভিনয় জরুরি ছিল। তুহিন দৃশ্যটিতে অভিনয় করতে রাজি হয়েছে এবং সে চমৎকারে দৃশ্যটিতে অভিনয় করেছে যা দেথে আমি খুশি।'
কানন ফিল্মসের প্রযোজনায় মুভিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেল, রাস, সায়মা, আমিনুল, বাপ্পী, পিয়াল, সুমন, শিমুল খানসহ আরো অনেকে। চলতি বছরের শেষের দিকে 'মাসুম' মুক্তি পেতে পারে বলে পরিচালক রায়হান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ