মার্কিন পপ কুইন ম্যাডোনার লস অ্যাঞ্জেলেসে ১৮ মিলিয়ন পাউন্ড মূ্ল্যের প্রাসাদতুল্য একটি চমৎকার বাড়ি রয়েছে। বাড়িটিতে শুধু বেডরুমই আছে ৯টি। এটি যে কারো মন আকৃষ্ট করবে তাতে কোনো সন্দেহ নেই। ব্যতিক্রম হয়নি সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়ার বেলায়ও। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ম্যাডোনার বাড়িটি দেখতে গিয়েছিল এ দম্পতি। সঙ্গে ছিলেন তাদের তিন বছরের মেয়ে হারপার ও ১২ বছরের রোমিও। বাড়িটি দেখে বেকহ্যাম-ভিক্টোরিয়া দস্পতি নাকি একদম এর প্রেমেই পড়ে গেছেন! বাড়িটি থেকে নাকি তাদের দুজনের চোখই সরতে চাচ্ছিল না। বাড়িটির সৌন্দর্য্যে নাকি তারা বিমোহিত হয়েছেন। এক কথায় তারা ম্যাডোনার বাড়িটিকে 'ম্যাগনিফিসেন্ট' শব্দ দিয়ে বর্ণনা করেছেন। যুক্তরাজ্যভিত্তিক বিনোদন ওয়েবসাইট কনট্যাক্টমিউজিক তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ