বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে আবারও টেলিভিশনে দেখা যাবে। বিখ্যাত মার্কিন টক শো হোস্ট অপরা উইনফ্রের শোয়ের আদলে তিনি একটি টক শো তিনি সঞ্চালনা করবেন বলে শোনা যাচ্ছে। খবরটি দিয়েছে মুম্বাই মিরর।
খবর অনুযায়ী, অনুষ্ঠানটির বিষয়ে চূড়ান্ত কথাবার্তা নাকি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আর্থিক লেনদেনের বিষয়টি ঠিকঠাক হয়ে গেলেই নির্মাণের কাজ শুরু হবে।
বিদ্যা বালানের কেরিয়ারের শুরুটা অবশ্য হয়েছিল ছোট পর্দাতেই। 'পরিণীতা', 'পা', 'কাহানি', 'ডার্টি পিকচার' ইত্যাদি বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন বলিউড অভিনেত্রী হিসেবে।
এদিকে, বিদ্যা বালানের এই টক শো'র শুটিং হবে হলিউড স্টুডিওতে। আর এজন্য আগামী বেশ কয়েকমাস ছবি করার কোনও সম্ভাবনা নেই তার। তবে বিদ্যা বালান বা নতুন শো'র প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৫/ রশিদা