হলিউডের জনপ্রিয় সেলিব্রেটি দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ইতোমধ্যে ছয় ছয়টি সন্তান রয়েছে। তাদের এ ছয় সন্তান হচ্ছেন ছয় বছর বয়সী যমজ নক্স ও ভিভিয়েন, ৮ বছরের শিলহ, মাডক্স [১৩], জাহারা [১০ বছর] ও প্যাক্স [১১ বছর]। শেষের তিনজনকেই ইতোমধ্যে দত্তক নিয়েছেন এ দম্পতি। শোনা যাচ্ছে, চলতি গ্রীষ্ম শেষ হওয়ার আগেই তারা আরেকটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন। এবার তারা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি মেয়ে বাচ্চাকে দত্তক নিচ্ছেন। এ ব্যাপারে তাদের প্রস্তুতি প্রায় শেষ। মার্কিন দৈনিক দ্য এক্সপ্রেস নিউজকে একটি সূত্র একথা জানিয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ৩৯ বছর বয়নী জোলি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বাবা-মা হারানো অনাথ শিশুদের দুর্দশার কখা শোনে বেশ কয়েকবারই ব্যথিত হয়েছেন এ অভিনেত্রী। অনাথ সিরীয় শিশুদের কথা শোনে কখনো কখনো নাকি তার চোখে জলও এসেছে। তাই হয়তো সিরীয় একটি শিশুকে দত্তক নিয়ে নিজেকে কিছুটা হলেও দায়মুক্ত করতে চাচ্ছেন তিনি। সূত্রটি এমনটাই জানিয়েছে।
চলতি বছরের বাকি সময়টা অনেকটাই নাকি ব্যস্ততাহীন কাটবে জোলি-পিট দম্পতির। এছাড়া জুনেই ৪০ বছরের পা দেবেন জোলি। সম্প্রতি ডাবল মাসেকটোমি [দুই স্তন কেটে ফেলা] করালেও এখন নাকি বেশ সুস্থ-সবল আছেন এ অভিনেত্রী। ছয় সন্তান নিয়ে বেশ সুখেও আছেন তিনি। তারপরও সুখের পূর্ণতার জন্য তিনি আরো সন্তান নিতে চান। তাই ওই সিরীয় মেয়ে বাচ্চাটিতে চতুর্থ দত্তক সন্তান হিসেবে বেছে নিচ্ছেন এ দম্পতি। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ