প্রথমবারের মতো কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা পড়ছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। ১৩ মে থেকে শুরু হতে যাওয়া কানের ৬৮তম আসরে কসমেটিক্স ব্রান্ড লরিল প্যারিসের ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিবেন তিনি। তার সঙ্গে বলিউডের আরো দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং সোনম কাপুরকেও এ উৎসবে দেখা যাবে। এরা দুজনও লরিলের ব্রান্ড অ্যাম্বাসাডর। ঐশ্বরিয়া ও সোনমের কানে যোগদান আগেই নিশ্চিত করা হয়েছে। আর এবার ক্যাটরিনার যোগদানের বিষয়টি নিশ্চিত হলো।
কানে যোগদানের দাওয়াত পেয়ে বেশ উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী ক্যাটরিনা। তিনি বলেন, 'এ বছর কান চলচ্চিত্র উৎসবে লরিল প্যারিস ও ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত।'
উল্লেখ্য, গত বছরও কান চলচ্চিত্র উৎসবে যোগদানের দাওয়াত পেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু 'ব্যাং ব্যাং' মুভি নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি যোগ দিতে পারেননি। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ