'যৌনতার প্রতিক' তকমা দিয়ে কিম কার্দাসিয়ানের নাম ও ছবি প্রকাশ করলো না ইসরায়েলের একটি রক্ষণশীল ইহুদি ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কিম কারদাশিয়ান 'পর্নোগ্রাফির প্রতীক', তাই তার নাম ও ছবি প্রকাশ সম্ভব নয়।
'কিকার হাশাব্বত' নামের ইসরায়েলি অনলাইন ওয়েবসাইটটির কর্তা নিসিম বেন হাইম বলেছেন, কিম 'যৌনতার প্রতিক'। তার নাম বা ছবি প্রকাশ করলে রক্ষণশীল ইহুদিদের ভাবাবেগে আঘাত লাগবে। ওই ওয়েবসাইটের ছবিতে দেখা যাচ্ছে কিম তার স্বামী কেনি ওয়েস্টকে সঙ্গে নিয়ে জেরুজালেমের মেয়র নির বরকতের সঙ্গে একটি রেস্তরায় বসে আছেন। ছবিটিতে সম্পাদনা করে অস্পষ্ট করে দেওয়া হয়েছে কিমকে এবং তার সামনে রেস্তরার একটি বিলকে রাখা হয়েছে। এমনকি তার নাম না নিয়ে কিমকে 'কেনি ওয়েস্টের স্ত্রী' নামে সম্বোধন করা হয়েছে।
জেরুজালেমের এই ওয়েবসাইটটি এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ছবিও ওয়েবসাইটে রাখেনি।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ