বলিউড ছাড়িয়ে এবার হলিউডে পা রাখছেন ড্যান্স কিং হৃতিক রোশন। হৃতিক এখন ব্যস্ত রয়েছেন আশীষ গোয়াড়িকর পরিচালিত মহেঞ্জো দারো সিনেমার শুটিং নিয়ে। এটা শেষ হলে চলতি বছরই হলিউডে নিজের উপস্থিতি জানান দেবেন তিনি।
এ প্রসঙ্গে হৃতিক ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, 'হ্যাঁ, এ বছর হলিউডে আমার একটি প্রজেক্ট আছে।' তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি এ অভিনেতা।
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল হৃতিক হলিউড পরিচালক রব কোহেনের সঙ্গে কাজ করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার তিনি নিজেই শিকার করেছেন তার হলিউড মিশনের কথা।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ