মিস আয়্যারল্যান্ড খেতাবপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভুত মডেল প্রিয়তি সম্প্রতি বাংলাদেশে এসেছেন। থাকবেন আরও সপ্তাহখানেক। এরই মাঝে যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন— শামছুল হক রাসেল।
প্রশ্ন : কেমন আছেন?
খুব... খুউব ভালো আছি। কারণ এবারে এসে পহেলা বৈশাখের স্বাদটা নিতে পারলাম। এর আগে এসেছিলাম অক্টোবরে। তবে বেশিদিন থাকা হয়নি। কয়েকটা সামাজিক প্রতিষ্ঠানের সচেতনতামূলক কাজে অংশ নিয়েছিলাম।
প্রশ্ন : এবারও কি সেই একি উদ্দেশ্যে ঢাকা আসা?
না, ওই যে বললাম পহেলা বৈশাখের আনন্দ। আসলে বেশ কয়েকটি কাজ গোছাতেই এবার এসেছি। এর মধ্যে বৈশাখের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। অনেকদিন পর দেশের মাটিতে পহেলা বৈশাখ উদযাপন করলাম। আয়্যারল্যান্ডে থাকলেও বাংলাদেশকে অনেক মিস করি। গত ১৩টি বছর সেখানে রয়েছি। তাই এ আনন্দ আমাকে দীর্ঘপথ চলায় শক্তি যোগাবে। এছাড়া পরিবারের সঙ্গে সময় কাটানো দেশে আসার অন্যতম কারণ। অন্যদিকে রাজধানীর একটি বেসরকারী সংস্থায় যোগ দিয়েছি। যারা পথশিশুরে সুস্বাস্থ্য, শিক্ষা ও জীবন-জীবিকা নিয়ে কাজ করছে।
প্রশ্ন : ঢাকার বাইরে কোথাও বেড়ানোর পরিকল্পনা রয়েছে কি?
এবার আমার সন্তানদের নিয়ে এসেছি। তারা প্রথমবারের মত বাংলাদেশে আসল। সময় স্বল্পতার জন্য ঢাকার বাইরে যেতে পারছি না। তবে সন্তানদের নিয়ে ইতোমধ্যে শিশু পার্ক ও নববর্ষের মেলায় ঘুরে এসেছি।
প্রশ্ন : অনেকেই প্রশ্ন করেন প্রিয়তির সন্তান রয়েছে তাহলে মিস আয়্যারল্যান্ড হলেন কিভাবে?
হা... হা... হা...। সত্যি কথা বলতে কি এ প্রশ্নটা আমাকেও শুনতে হয়েছে বেশ কয়েকবার তবে আয়্যারল্যান্ডে নয় এখানে। আসলে মিস আয়্যারল্যান্ড প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, রয়েছে বয়সভিত্তিক ক্যাটাগরি। সুতরাং আমার ক্যাটাগরিতে সন্তান নিয়ে প্রশ্ন উঠেনি। সব বাধা পেরিয়েই ২০১৪ সালে মুকুট জিতেছি মিস আয়্যারল্যান্ডের।
প্রশ্ন : এর আগে শোনা গিয়েছিল এখানে এক পরিচালকের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, আসলেও কি হয়েছিলেন?
চুক্তিবদ্ধ ঠিক নয় সেটা ছিল প্রাথমিক কথাবার্তা। তবে এদেশে কাজ করার ইচ্ছা রয়েছে। হোক সেটা নাটক নয়তো চলচ্চিত্র। ভাল কাজ হলে যেকোনো মাধ্যমেই কাজ করতে ইচ্ছুক।
প্রশ্ন : বর্তমান ব্যস্ততা নিয়ে কিছু বলবেন কি?
ব্যক্তিগত জীবনে আমি .2:0.0.0.0.0\">.2:0.0.0.0.0.0\">পাইলট এবং ফ্লাইট ইনস্ট্রাক্টর। এর পাশাপাশি সেখানে মডেলিংয়ে কাজ করে যাচ্ছি। আর সংসারের যত্নআত্তি তো রয়েছেই।
প্রশ্ন : ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আগামী অক্টোবরে জ্যামাইকায় অনুষ্ঠিত হবে মিস আর্থ প্রতিযোগিতা। সেখানে অংশ নিতে নিজেকে প্রস্তুত করছি। এছাড়া পাইলটিংয়ের পাশাপাশি মডেলিংটা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৫/ রশিদা