বলিউড সুপারস্টার সালমানে খানের নতুন প্রোডাকশন হাউজ বিয়িং হিউম্যান। আর এই প্রোডাকশনের প্রথম ছবিতে অভিনয় চুক্তিবদ্ধ হতে চলেছেন বলিউডের আরেক খান সাইফ আলী।
বলিউড পাড়ায় গুঞ্জন, যদি দু'জনের মধ্যে সব কথা ঠিকঠাক চলে, তাহলে ছবির শ্যুটিং চলতি বছরের অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে। তবে এখন সালমান খান ব্যস্ত তার আগামী ছবি বজরঙ্গি ভাইজান নিয়ে। আর সেই ছবিতে তার বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব