উর্মিলা এনা, একজন নায়িকা। ২০০৮ সালে শেখ শামীমের নির্দেশনায় 'আগুনে পোড়া মন' টেলিফিল্মে প্রথম অভিনয় করেছিলেন। এটি বৈশাখী টিভিতে প্রচার হয়েছিল। এরপর আর ছোট পর্দায় কাজ করেননি। কারণ সেই বছরই তিনি প্রয়াত পরিচালক আবিদ হাসান বাদলের নির্দেশনায় 'পাগলের বিয়ে' নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তারপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও উর্মিলা এনা ছোট পর্দায় ফিরেছেন। সরদার রোকনের নির্দেশনায় ধারাবাহিক নাটক 'বাজি ও বাজনা'তে অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে উর্মিলা এনা বলেন, 'এটা আমার প্রথম ধারাবাহিক নাটক। রোকন ভাইয়ের সহযোগিতায় নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশাকরি ভালো লাগবে দর্শকের।' উর্মিলা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- মনতাজুর রহমান আকবরের 'টপ হিরো', মোস্তাফিজুর রহমান বাবুর 'তুমি ছাড়া বাঁচি না', শাহাদাৎ হোসেন লিটনের 'জনম জনমের প্রেম' ও 'বলো না কবুল'। মুক্তির অপেক্ষায় আছে এজে রানার 'অজান্তে ভালোবাসা' ও 'বন্ধুর জন্য মন কান্দে'।