বাংলাদেশ প্রতিদিনের শোবিজ বিভাগে ৩০ মার্চ প্রকাশ হয় চলচ্চিত্রে নায়িকা সংকট শিরোনামে একটি সংবাদ। তাতে অপু ও মাহির ছবির পর একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। মানে এ দুজনের পর কে? সংবাদটি দেখে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্রকার আবদুল আজিজ তার ফেসবুক পেজ ও মুঠোফোনে জানান, ১৯ এপ্রিল ওই প্রশ্নবোধক চিহ্নের স্থলে একজন নায়িকা যোগ হবে। সত্যি তাই হলো। মাহির পর বিচক্ষণ চলচ্চিত্র ব্যক্তিত্ব আজিজ আরেকজন সম্ভাবনাময়ী নায়িকা উপহার দিলেন। তিনি হলেন নুসরাত ফারিয়া। জাজের পরবর্তী ছবি 'প্রেমী ও প্রেমী'তে কলকাতার নায়ক অংকুষের বিপরীতে থাকছেন নুসরাত। রোমাণ্টিক গল্পের এই ছবিতে আরও এক নতুন মুখ উপহার দিলেন আজিজ। তিনি হলেন ফাল্গুনী রহমান জলী। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করবেন আবদুল আজিজ ও অশোক পতি।
জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মিতব্য 'প্রেমী ও প্রেমী'র মহরত হলো রবিবার একটি পাঁচতারকা হোটেলে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা। বাংলাদেশ-ভারত ও স্কটল্যান্ডে এই ছবির চিত্রায়ণ হবে।
আবদুল আজিজ চলচ্চিত্রে নতুন মুখ উপহার দেওয়া ছাড়াও এদেশে ডিজিটাল ছবি নির্মাণ ও প্রদর্শন চালুর কৃতিত্ব দেখিয়েছেন। নায়ক বাপ্পিও তার আবিষ্কার।