আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে সব মেয়েরই ভালো লাগে। তা ছাড়া নিজেকে কেমন দেখাচ্ছে তা নিয়ে সচেতন থাকতেও আয়নার শরণাপন্ন হতে হয় বৈকি। কিন্তু ফ্রিদা পিন্টোর মধ্যে এ নিয়ে কোনো আগ্রহ নেই। এ কারণে বরাবরই আয়না এড়িয়ে চলেন তিনি। অসুন্দর বা অগোছালো দেখানোর কারণে ছবির কাজ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও মাথা ঘামান না এই অভিনেত্রী। আয়না দেখা নিয়ে চলচ্চিত্র শিল্পের মানুষজনের অভিমতকে বদলাতে বদ্ধপরিকর ফ্রিদা। 'স্লামডগ মিলিনিয়ার' ছবির এ তারকা বলেছেন, 'আয়নার মাধ্যমে নিজেকে দেখার প্রয়োজনীয়তা দেখি না। আয়নায় নিজেকে দেখতে মোটেই পছন্দ করি না আমি। তবে মানুষের উপলব্ধি সম্পর্কে সচেতন থাকি।'