দীর্ঘ ৮৭ দিন শুটিংয়ের পর অবশেষে শেষ হলো চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মিম অভিনীত চলচ্চিত্র 'পদ্ম পাতার জল'। গীতিকার লতিফুল ইসলাম শিবলীর কাহিনী ও সংলাপে, তন্ময় তানসেনের চিত্রনাট্য ও নির্দেশনায় ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য জাঁকজমকপূর্ণ নানা রকমের সেট এবং জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে 'পদ্ম পাতার জল' চলচ্চিত্রে। বর্তমানে চলছে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ। অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, 'আমি বিশ্বাস করি আমার ক্যারিয়ারের অন্যতম একটি চলচ্চিত্র হিসেবেই বিবেচিত হবে এটি। আমি অনেক বেশি আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। কারণ এর আগে কোনো চলচ্চিত্রের জন্য এত কষ্ট করতে হয়নি আমাকে। পরিচালক, প্রযোজক এবং ইউনিটের সবাই আমাকে খুব সহযোগিতা করেছেন।' বিদ্যা সিনহা সাহা মিম বলেন,'ঔপনিবেশিক সময়ের গল্পের উপস্থাপনা করা হয়েছে চলচ্চিত্রটিতে। তাই এতে আমাকে অন্যরকম একটি গেটআপে দেখা যাবে। চলচ্চিত্রটির গল্প, গান, লোকেশন নির্বাচন সব মিলিয়ে এত ভালো একটি কাজ হয়েছে যা দর্শকের কাছে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবে চলচ্চিত্রটিকে।'