টালিগঞ্জের নায়ক দেব তার 'খোকা ৪২০' নিয়ে ঢাকা আসছেন। ২৪ এপ্রিল কলকাতার এই ছবিটি এদেশে মুক্তি পাবে। ২০১৩ সালের ১৪ জুন রাজীব বিশ্বাস পরিচালিত এই ছবিটি ভারতে মুক্তি পেয়ে সুপারহিট ব্যবসা করে। প্রেম-পরিবার-অ্যকশান ও কমেডিনির্ভর এই ছবিতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী, নুসরাত, তাপস পালসহ খ্যাতিমান তারকারা। ছবিটি প্রযোজনা করেছে অশোক ধানুকার এস কে মুভিজ। বিনিময় নীতিমালার আওতায় ছবিটি আমদানি করে মেসার্স খান ব্রাদার্স। ছবিটি ব্যবসাসফল হওয়ায় এর সিক্যুয়েল হিসেবে নির্মাণ হয় 'খোকাবাবু'। এ ছবিতেও অভিনয় করেন দেব। এই ছবিটিও আমদানি করেছে খান ব্রাদার্স। শিগগিরই এটি মুক্তি পাবে। শুক্রবার দেশের প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'খোকা ৪২০'। ছবিটি নিয়ে ইতিমধ্যে দর্শক ও প্রদর্শকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। কারণ এখানকার দর্শকদের কাছেও দেব জনপ্রিয় নায়ক। এরই মধ্যে ছোট পর্দায় দর্শক ছবিটি দেখলেও এবার বড় পর্দায় দেখার সুযোগ মিস করতে চাচ্ছেন না তারা। আমদানি প্রতিষ্ঠান আশা করছে, এ ছবি প্রদর্শনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। ইতিমধ্যে বিনিময় নীতিমালার অধীনে আটটি ঢাকার ছবি কলকাতায় প্রেরণ করেছে খান ব্রাদার্স। এর মধ্যে 'মা আমার স্বর্গ' সেখানে মুক্তি পায়।