সিদ্ধার্থ, আলিয়া, বরুণ। নাম তিনটি শুনলেই মনে পড়ে যায় 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' -এর ত্রিভূজ প্রেমের গল্প। এ ছবিতেই প্রথমবারের মতো তিনজনকে দেখা গিয়েছিল একসঙ্গে। ছবির সুবাদে তাদের মধ্যে গভীর বন্ধুত্বও গড়ে উঠেছিল। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের দূরত্ব বজায় রেখে উপস্থিতি অন্তত এমনটাই জানান দিচ্ছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনজনই৷ কিন্তু তাদের হাবভাব দেখে মনে হয়নি যে তিনজনের মধ্যে আগের মতো সম্পর্ক ভালো আছে৷ বলিপাড়ায় অনেকেই মনে করেন সিদ্ধার্থ আর আলিয়া হলেন লাভ বার্ড৷ আলিয়ার জন্মদিনে তার পছন্দের ক্যামেরাও গিফট করেছিলেন সিদ্ধার্থ৷ কিছুদিন আগে পর্যন্ত আলিয়াই এড়িয়ে চলছিলেন বরুণকে৷ সুতরাং দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি কারও৷
কিন্তু এবার আবার ভোলবদল৷ এক অনুষ্ঠানে আলিয়া-সিদ্ধার্থই আবার এমন দূরত্ব বজায় রেখে চললেন যে বোঝা গেল সবকিছু ভালো চলছে না৷ আলিয়া যখন করণের জোহরের সঙ্গে মার্জার সরণি মাতালেন তখন সিদ্ধার্থ হাঁটলেন একা একা৷ তাদের দুজনের হাবভাবে স্পষ্ট লাভ বার্ড নয়, বন্ধুর বেশি তারা যেন কিছুই নয়৷
এ নিয়ে বলিপাড়ায় ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। অনেকের ধারণা আলিয়ার মনের আসনে নতুন কারও শীতল হাওয়া দোলা দিচ্ছে। তাই নিজে থেকেই দূরত্ব তৈরি করছেন মহেশকন্যা।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ