সমকামিদের নিয়ে বানানো শরৎ বসুর শর্টফিল্ম 'প্যানাল কোড' এ বছর জায়গা করে নিল আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে। সারা জীবন চলচ্চিত্র নির্মাণ করেও অনেক নির্মাতা কান আন্তর্জাতিক উৎসবের চৌকাঠ মাড়াতে পারেন না, অথচ নিজের প্রথম নির্মাণ দিয়েই বাজিমাৎ করে দিয়েছেন এই নবীন পরিচালক! তাও স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র!
'প্যানাল কোড' সম্পর্কে নির্মাতা শরৎ চন্দ্র বসু বলেন, এদেশে একসময় গ্রহণযোগ্যতা পেয়েছিল সমকামিতা। কিন্তু তখন এদেশের আইন বাধ সাধল সমকামিতায়। ধারা ৩৭৭ অনুযায়ী বেআইনি ও অপরাধমূলক বলে ঘোষিত হল সমকামিতা। ঠিক এই সময়কার শহুরে দুই সমকামী নারীর কাহিনি নিয়ে তৈরি এ ছবি।
১৪ মিনিট ৫৫ সেকেন্ডের ছবিটির বাজেট ছিল ৪৫ হাজার টাকা৷ স্বল্প পরিসরেই সমকামিতার মতো বিষয়কে নান্দনিকভাবে ছবিতে তুলে ধরেছেন পরিচালক৷
উল্লেখ্য, ১৩ থেকে ২৩ মে কান চলচ্চিত্র উৎসব চলাকালীন দেখানো হবে ছবিটি।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ