নারীদেরকে সবসময় ব্যাগে কনডম রাখার পরামর্শ দিয়েছেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাকে নারীদের শ্লীলতাহানির মতো নির্লজ্জ ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ টয়া এ পরামর্শ দেন। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে টয়া বলেন, সে সহ মিডিয়াঙ্গনে কাজ করা নারীদেরও রাস্তা ঘাটে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। রাস্তায় বখাটেদের কথাগুলো না শোনার ভান করে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কমেন্ট মুছে দিয়ে কিংবা ব্লক করে এই পরিস্থিতি এড়াতে হয়।
তিনি আরও বলেন, দা, ছুরি, বটি নিয়ে চলাচল করলে হয়ত এক দু’জনকে 'সাইজ' (প্রতিহত) করা যাবে। কিন্তু কীভাবে পাঁচ, দশ, পনের কিংবা বিশ জনকে একা প্রতিহত করা সম্ভব? বাকিরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। তাই ওই মুহূর্তে ব্যাগে কনডম থাকলে হামলাকারীদের সেটি দিয়ে অন্তত নিজের শরীরটাকে রক্ষা করা যাবে। যে ধর্ষণ করছে তার শরীরের জীবানু বা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে।
তিনি বিকৃত মানসিকতার পুরুষদের উদ্দেশ্য করে বলেন, 'আপনাদের হাসি পাচ্ছে? লজ্জা হওয়া উচিত যে আজকে আমরা মেয়েরা এই লেভেলে এসে চিন্তা করছি। আমাদের পর্দাশীল হতে বলার আগে নিজে সংযত হতে শিখুন। আমার এই ভিডিও নিয়ে অনেকে অনেক নেতিবাচক কমেন্ট করবে জানি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না।'
ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=-Henowzp8fY
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৫/ এস আহমেদ